রবিবার, ২৮ মে ২০২৩, ০৬:৩৫ পূর্বাহ্ন

ফিরে যাও পশ্চিমা ছেলে-ফিরোজ কাওসার মামুন

ফিরে যাও পশ্চিমা ছেলে-ফিরোজ কাওসার মামুন

ফিরে যাও পশ্চিমা ছেলে
ফিরোজ কাওসার মামুন

ফিরে যাও একাত্তরে
পশ্চিমা ছেলে
তুমি ছিলে পশ্চিমে
আমি ছিলাম পুবে
তোমার ছিল পেশীতে বল
আমার সবটা মনে
তোমার আমার ব্যাবধানটা
বিশ্ব মানব যানে।
তোমার কাছে পাখি আমি
মন চাইলে চালাও গুলি
তবু আমি দৃঢ়ভাবে
প্রতিবাদি আওয়াজ তুলি।
রক্ত খেকো হায়না তুমি
লাশের পাহাড়ে ওরাও ঘুড়ী
আমি তখন প্রতিজ্ঞারত
বদলা নেবার শপত করি।
তোমার ভাষা উর্দুটাকে
আমার উপর দাও চাপিয়ে
আমি কি তা মেনে নেব
যুদ্ধ করে জবাব দেব।
যুদ্ধ হল মুক্তি যুদ্ধ
মুক্ত করতে স্বদেশ
বঙ্গবন্ধু ডাক দিয়েছে
দিয়েছে সেই আদেশ।
তখন তুমি আঘাত হান
অসহায়ের উপর
মানবতার শত্রু তুমি
দিয়েছ গণকবর।
খালি হাত বাশের লাঠি
কাচতে খনতি শাবল
এসব দিয়েই যুদ্ধ শুরু
ভয় করিনি মরন।
অবশেষে স্বাধীনতার
বিজয় নিশান উড়িয়ে
বীরদর্পে ফিরেছিলাম
স্বাধীন বাংলার মাটিতে।
ফিরে যাও ছেলে তাই
ফিরে যাও পশ্চিমে
তোমার সাথে সখ্যতা নয়
অনেক হিসেব এই মনে।
তুমি হাঁটলে এই মাটিতে
বিষ কাটা বিঁধে বুকে
মায়ের কান্না বোনের চিৎকার
লাশের গন্ধ ডাকে।
ফিরে যাও তুমি তাই
পশ্চিমা ছেলে
ফিরে যাও নিজ ভূমি
এ মাটি আমার রক্তে কেনা
এ মাটি ছাড় এক্ষুনি।

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge