রবিবার, ২৮ মে ২০২৩, ০১:২১ অপরাহ্ন

সোহানুর রহমান শাহীন এর ৩টি কবিতা

সোহানুর রহমান শাহীন এর ৩টি কবিতা

সোহানুর রহমান শাহীন এর ৩টি কবিতা

১. কাঁটাতারে জীবন
কিছুক্ষণ আকাশে অপলক তাকিয়ে
স্বস্থির নিঃশ্বাসে শৈথিল্য সময় ছুড়ে দাও
শৈশবের বর্ণবোধ জাগা-নিদ্রার করতলে।
সন্ধ্যার হট্টগোল শুঁকে সময়ের মাছিরা
বিশ্বসের বকুল তুলে নিদারুন দৈন্যতায়
ঘষে তোলে রাত, হারিকেনের চিমনী থেকে।
শ্রান্ত পথের মাঝে দাঁড়িয়ে বজ্রবৃক্ষ
ডালিম ফোঁটা ভোরে মাপে ক্ষয়িষ্ণু আয়ুস্কাল,
দীর্ণ ঘাস শুকায় কড়েকড়ে পাপড়ভাজা দুপুরে।
নির্লিপ্ত হতাশার রঙ ঠুকরে খায় কাক
কিংশুক বিকেলে বাতাস ওড়ে রৌদ্রআঁচে
তৃঞ্চার স্বরণি ধরে চলে সাইকেলের ক্লান্ত চাকা।

২. ঘুম
জলরাত্রির ঘুম ফুরিয়ে এলে
আবার অবাঞ্চিত হব
সবরাত্রি পড়ে থাক নদীর বাঁক
ফিরে আসা ঢেউয়ে
সাঁতার কাটতে থাকা রমণীর
ভেজা আঁচল ঘিরে
ধীরে ধীরে কামুক বীরে
নামুক নীড়ে খেলাচ্ছলে।
কতো জলের উগ্রতা
নিম্ন-তা জানে বিরস মৌনতা
শূন্যতা ভরে কি আজো,
সাজো বেহাতের সজনী!
দিবস রজনী ভাবো কাম খেয়ালে
নিষিদ্ধ দেয়ালে-
ফিরে ফিরে চাও যা ছিল সঞ্চয়
খোয়ালে সকালে।
বিকলে পড়ে থাক,
থাক পড়ে থাক নপুংসক শিশ্ন
জলরাত্রির ঘুম ফুরিয়ে এলে
আবার অবাঞ্চিত হব।

৩. লকডাউন
থেমে আছে পা, হাতও তাই
কাজ কিংবা সাহায্যের জন্য
বের হয় না কোনোটাই।

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge