রবিবার, ২৮ মে ২০২৩, ০৫:৫২ পূর্বাহ্ন

সময় যে নির্দিষ্ট-বিশ্বজিৎ কর

সময় যে নির্দিষ্ট-বিশ্বজিৎ কর

সময় যে নির্দিষ্ট
বিশ্বজিৎ কর

যদি ভালবাসতেই চাও আমাকে –
আকাশে মনের ডানা মেলে দাও!
যদি ভালবাসতেই চাও আমাকে –
সংকোচের জাল ছিঁড়ে দাও!
যদি ভালবাসতেই চাও আমাকে –
লজ্জার আবরণ সরিয়ে ফেল!
যদি ভালবাসতেই চাও আমাকে –
সামাজিক ভীতির পর্দা উড়িয়ে দাও!
যদি ভালবাসতেই চাও আমাকে –
এড়িয়ে যাওয়ার মানসিকতা ত্যাগ কর!

সময় যে নির্দিষ্ট গো!

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge