বাদল দিনে
সরকার বাবলু
কী ছন্দে আসো তুমি শব্দ রিম্ ঝিম্
তোমার আগমনে শিউলি ফুটে
তোমার আগমনে বকুল ঝড়ে
হাসনা হেনা নীরবে গন্ধ বিলায়
গাছের ডালে ঝুলে থাকা আমগুলো নুয়ে পরে বাতাসের ভালোবাসায়
সারা উঠোন জুড়ে শ্যাওলা পড়ে এমনি বর্ষার বাদল দিনে টাপুর টুপুর বৃ্ষ্টি ঝরে অবিরাম
সন্ধা মালতি আর পুঁইয়ের ডগায় থেকে থেকে লাল ফড়িং আলিঙ্গন করছে আপন খেয়ালে
ঝাউ বনে দোল খায় ধুন্দল
আর প্রজাপতির রঙিন পাখা
কদমের মৌ মৌ গন্ধে আকুল কৃষাণ
বেজে উঠে তার কন্ঠে রাখালিয়া সুর
বৃষ্টি ভেজা কালো কাকটা করছে আর্তনাদ খরকুটো দিয়ে গড়া সংসার ভিজে হলো একাকার
আকুতি তার কন্ঠে
সজনে ডালে সারসের কোলাহল বিচিত্র এই ধরণীতে
কেন? এতো শূন্যতা
কেন? এতো নীরবতা
তোমার আগমনবার্তা শুনে হয়তো পীঁপিঁলিকার এতো তাড়াহুড়ো
ঘরের কোনে কুনো ব্যাঙের কন্ঠে বেতালা সুর
হায় বরষা তুমি কী নিষ্ঠুর
তোমার অন্তর জুড়েই
শুধুই বেদনা বিধুর
কেন ভেজালে তুমি ?
প্রিয়ার হাতের বানানো আমসত্ব
তোমারি খেয়ালীপনায়
Leave a Reply