রবিবার, ২৮ মে ২০২৩, ১১:২২ পূর্বাহ্ন

জনগণ আজ বলির পাঁঠা-আতাউর রহমান

জনগণ আজ বলির পাঁঠা-আতাউর রহমান

জনগণ আজ বলির পাঁঠা
আতাউর রহমান

আকাশ একটু করলে কালো
কারেন্ট যায় মরতে-
আসার নাম থাকে না মনে
ঘামি আঁধার ঘরতে!

মাস শেষে বিল আকাশ ছোঁয়া
চোখ ওঠে যায় কপালে!
পাঁচশো টাকার বিল দু’হাজারে
ক্যামনে এবিল ছাপালে?

কতবার আসে কতবার যায়
হিসাব রাখা দুষ্কর
সব বিদ্যুৎ বিল অফিসেই
হাসে সাধু ঘুষখোর।

কৃষকের ধান পানির দামে
সঠিকটাও পায় না!
জনগণকে নিয়ে খেলছে যাঁরা
বিবেক সেথা রয় না।

দুর্নীতি ভরা দেশটাতে আজ
সত্য বাঁধা আঁধারে-
জুলুম, মিথ্যায় চলছে সমাজ
টিভি, পেপার,খবরে!

জনগণ আজ বলির পাঁঠা
যেমনে ইচ্ছা দেয় বলি,
জনগণের মাঝে দেখলে বিপদ
চুপিসারে পথ চলি।

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge