মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০১:৩১ পূর্বাহ্ন

মজনুর রহমান এর ৫টি কবিতা

মজনুর রহমান এর ৫টি কবিতা

মজনুর রহমান এর ৫টি কবিতা

১. ভাঙনবিধি
যেকোনো ভেঙে পড়াকেই অবহেলা করবেন না।
এমনকি, যদি একটা দেশলাই কাঠিও ভেঙে পড়ে
তাহলেও ভেবে দেখুন,
জ্বলতে যাওয়া কেউ ভেঙে পড়লো কিনা।
যদি তাই হয়, দেশলাই কাঠির মতো মানুষ ভেঙে গেছে
তাহলে কাঠিটা কুড়িয়ে নিন, জুড়ে দিন
দেখবেন, মানুষ জ্বলবে জ্বালাবে আরো বহুদিন।
যেকোনো ভেঙে পড়াকেই দূরে সরিয়ে রাখবেন না,
আকাশ ভেঙে পড়লে নিজে দূরে সরে যান
বাতাস ভেঙে পড়লে ঘরে সেঁধিয়ে থাকুন
মাটি ভেঙে পড়লে চিৎকার করে উঠুন
পানি ভেঙে পড়লে সাঁতার কাটতে শিখুন,
আর মানুষ ভাঙলে? বুঝতে তো পাবেন না
একটা দেশলাই কাঠি হাতে নিয়ে দেখুন!

২.বৃষ্টিভাঙা ভোর
আমার এমন বৃষ্টিভাঙা ভোর
যাচ্ছে ভিজে জমানো আদর,
চালতা গাছের নুয়েছে পাতা
অতীত যখন খুলেছে খাতা-
খাতার পাতা অনেকটা খালি
অল্প কিছু রাতের পাঁচালি,
সেখান থেকে একপা এগিয়ে
বৃষ্টি ভাঙা সকাল দেখিয়ে-
দুঃখ পাওয়া মানুষগুলোর হাত
ভোরের বেলা তুলছে মোনাজাত,
মোনাজাতের ভাষা হলো জল
চালতা গাছে বাড়ছে কোলাহল।
যাচ্ছে ভিজে পুরানো আদর
যাচ্ছে ভেঙে বৃষ্টিমাখা ভোর।

৩. সখি বৃষ্টির কথা থাক
সখি হে বৃষ্টির কথা বাদ
এই পায়েতে ঠেকেছে খাদ,
তুমি দাঁড়িয়ে বারান্দায়
দেখ কাদের জানাজা যায়-
ওরা বৃষ্টিতে দেখ হায়
মরে তবুও ভিজে যায়
তুমি হাসছো বারান্দাতে
মানুষ মরছে এ সন্ধ্যাতে-
সখি বাদলের কথা থাক
যারা হৃদয় করেছে খাক-
তোমার বাড়ির আশেপাশে
যারা ঠাণ্ডা জ্বরে কাশে,
তারা বৃষ্টিতে অসহায়
বড় চুপ করে মরে যায়
ওদের লাশের পাশেতে হায়
শুধু বৃষ্টিরা কেঁদে যায়।
সখি কবিতার কথা থাক
বহু অসুখে হৃদয় খাক!

৪. সবাই সবাইকে
সবাই সবাইকে সাহস দিতে দিতে
সবাই সবাইকে সান্ত্বনা দিতে দিতে-
হাসতে-কাঁদতে, দোয়া করতে- না করতে বলে বলে,
গান, গল্প, কবিতা লিখে, লাইভ-টকশো করে করে,
ত্রাণ দিয়ে, ত্রাণ না দিয়ে, চুরি করে করে-ধরে ধরে
ব্যবসা করে- না করে, লস অথবা লাভ করে করে,
মজুদ করে, বিক্রি করে, জরিমানা-মানা করে করে,
নিয়ম বানিয়ে- ভেঙে, পালিয়ে -ধরা খেয়ে খেয়ে
তত্ত্ব-তথ্য, মিথ্যা-সত্য, গুজব-গজব বানিয়ে বানিয়ে
সকল খেলা মোকাবেলা করে ও করিয়ে করিয়ে-
একে একে নিজেরাই যাচ্ছে, আক্রান্ত হচ্ছে
মরে যাচ্ছে, বেঁচে উঠছে-আবার শুরু হচ্ছে!

৫. তাকিয়ে থাকা যায় না
বিকেলজুড়ে অনেক আলো
তাকিয়ে থাকা যায় না
ঘরের ভেতর ভাঙছে জানি
কাদের বাড়ির আয়না।
দেয়ালজুড়ে কাকের বাসা
ভেঙচি কেটে বলছে
ঘরে ঘরে আয়না ভাঙে
তবুও বিকেল জ্বলছে।
জ্বলছে জ্বলুক অবুঝ আকাশ
ভাঙছে ভাঙুক আয়না
ঘরের ভেতর এত্তো ভাঙন
তাকিয়ে থাকা যায় না।

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge