দাঁড়িয়ে থাকলে পৃথিবী..
মাহফুজ সুমন
এই আসা যাওয়ার গলি ধরে হাঁটতে.. হাঁটতে..
থেমে যায় আমার পথ,
গড়ে পড়ে আমার জল,
হারিয়ে যাই আমি, আমার পরিমল,
কেবল দাঁড়িয়ে থাকো তুমি,
তুমিই অবনি।
আমি ছায়াগুলোকে বুঝি না !
সব ছায়া কিভাবে এক হয়,
মানুষের ছায়া,পাখির ছায়া,গাছের ছায়া,কৃষ্ণচূড়ার ছায়া, কাকশকুন সাপের ছায়া..
মেঘবালিকার বিমর্ষ ছায়া।
তবে কেন এক হয়না এই সব ভালবাসাবাসি,
এই সব মায়া,যত সব কায়া !
এই আসা যাওয়ার গলি ধরে হাঁটতে.. হাঁটতে..
আমি ক্লান্ত। চোখে আমি বিহঙ্গের আগুন দেখি,
থেমে যায় আমার পথ,
এই যে সময়, সেও হয়ে যায় পর,
সব বিষন্নতার খেলাধূলা,সব যোগিই নড়বড়।
চেনাজানা দাস, কেনা গোলাম সেও বদলে ফেলে স্বর,
শুধু তাকিয়ে থাকো তুমি ; তুমিই অবনি।
এই আসা যাওয়ার গলি ধরে হাঁটতে.. হাঁটতে..
থেমে যায় আমার পথ,
এই আমি আমাকে চিনি না,
তোমাকে বুঝি না,
তোমার বক্ষ ছুঁই না, ঐ অধর চুমি না,
আমি মিশে যাই পথের ধূলিতে,
হয়ে যাই ধূসর বালি।
তারপরও তুমি একবারও ডাকলে না,
ভালবাসার দরজা খুললে না,
তুমি শুধু দাঁড়িয়েই থাকলে,শুধু দাঁড়িয়ে..
এই আসা যাওয়ার গলি শেষ হতে.. হতে..
তুমিও শেষ হবে একদিন,
শেষ হবে তোমার অস্তিত্ব, পৃথিবী।
Leave a Reply