আঁধারে আলোর স্বপ্ন
রহমান মোস্তাফিজ
রিমঝিম এই বৃষ্টিতে
মন মজে আছে সৃষ্টিতে,
আকাশ ভরা ধুসর আলো
মন যে আজ শঙ্কায় কালো!
করোনার এই অত্যাচারে
কি হবে জগৎ সংসারে?
খেটে খাওয়া মানুষের
অভাব অনটন,
মানছে না তাই তারা
কোন সামাজিক অনুশাসন!
করোনাকালে না মানলে অনুশাসন,
হারিয়ে যে যাবে
সমাজ আর প্যাশন!
পেটের ক্ষুধা তীব্র যত
আবেগ ভাবাবেগ আজ আশাহত;
বাঁচতে হবে বাঁচতে যে চাই
করোনা ভয়ে ভীত আমি নই,
জীবনের এই আঁধার আলোতে
হতাশা আর অন্ধকার কাটাতে
ব্যাকুলতা তাই স্বপ্ন সাজাতে।
Leave a Reply