কালের ধারক
রিয়া মিত্র
মানুষের মুখে অন্ন তুলতে
খাটছে যারা অবিরত,
কৃষক হলেও মানুষ তারা
আমাদের সকলের মতো।
খেটে খাওয়া মানুষেরা
হয়না কখনো কৃতী
জেনে রেখো দুনিয়ার
এই তো রীতি।।
লাঙ্গল ধরে শক্ত হাতে
মাসের পর মাস,
করছে যারা ক্ষেতে গিয়ে
ফসলের চাষ-বাস
বাজিয়ে কালের ডঙ্কা
ধারক তারা সভ্যতার,
সকলকে গরাস দিয়ে
কালের কণ্ঠে বাজবে যে
তাদেরই জয়গান।।
বৃষ্টি ভিজে, রোদে পুড়ে
মাটির বুক করে কর্ষণ,
গাছের পাতায় লাগবে দোল
নামবে তাতে অঝোর বর্ষণ।
অবিরাম ফসল ফলিয়ে
সারথি চলে কালের,
দিন-রাত চাষ করে
মালিক সে-ই হালের।
তাদের হেয় করে
লাভ হবে না কোনো,
মানবজমিন উর্বর করে
মাটির কথা শোনো।
Leave a Reply