কথাবিশ্ব: ২
চৈতন্য ফকির
আমার কোন বন্ধু নেই তাই জানিও না বুঝিও না।আমি শুধু প্রেমিক।সুতরাং বন্ধু মানে প্রেমিক মনে করি।বন্ধু মানে প্রেমিকা মনে করি।বন্ধু মানে কথায় কাজে এক থাকা মনে করি।বন্ধু মানে করি এক বলি আরেক নয়।বন্ধু মানে আমার মাঝে তাহার প্রকাশ।তাহার মাঝে আমার প্রকাশ। বন্ধু হলো সেই যার নিকট একবার প্রকাশ হওয়া যায় তাকে অমরত্ব দান।বন্ধু মানে মাঝপথে ছেড়ে দেিয়া নয়।বন্ধু মানে নিজেকে নিজে পরিচালনা করে বন্ধুকে আজীবন বন্ধু ভাবা।বন্ধু মানে একবার চলতে শুরু হলে মাঝপথে ঝেড়ে ফেলা নয়।বন্ধু মানে বন্ধুর দূর্বলতাগুলো সংশোধন করে একাত্ম থাকা।মাঝপথে সব অবহেলা করে অন্যের কথায় তাকে তুচ্ছতাচ্ছিল্য নয়।তাকে গাইড করা।বন্ধু মানে একজন আরেজনের হাতধরে একসাথে সুখেদুখে পথ চলা।বন্ধু মানে জীবনের পথ চলতে সহযোদ্ধা।
(কথাবিশ্ব: ৩ আগামী রোববার)
Leave a Reply