সাদিক ইসলাম এর ছড়া নব্য ইতিহাস
লাল সবুজের পতাকা আজ
বইছে শুধু মাঠের কৃষক
উন্মাদিনী আঁকছে গালে
এইটা তাদের বৈশাখী সখ।
বোঝেনা তো তফাতটা কী
শকুনে আর ভালচারে
ডুবিয়ে দেবে সোনার তরী
অন্যদেশের কালচারে।
বারো মাসের নাম জানে না
বোঝেনা কী হালখাতা
মাদার ডাকেই তৃপ্তি বেশি
জানেনা কে বঙ্গমাতা।
ভাতের প্লেট সরিয়ে রেখে
নিচ্ছে টেনে চিকেন ফ্রাই
বাংলা বলায় জাত চলে যায়
চেষ্টাকে তাই বলছে ট্রাই।
পাটের প্যান্ট জড়িয়ে নিয়ে
নাম দিয়ে দেয় জিন্স লিভাইস
কাঁদার ভাতটা গলায় দিয়ে
বলছে তারা ফ্রায়েড রাইস।
হাঁকছে গাড়ি ইচ্ছেমতো
রাজপথটা বাবার তার
যাচ্ছে ভুলে গডতে দেশ
হাতের হাড় ভাঙছে কার।
এরাই বসে নরম চেয়ারে
আয়েশ করে করবে প্লান
মুছে যাবে নামটা তাদের
রক্তে যারা ঢাললো প্রাণ।
কুলি মজুর মিস্ত্রি কৃষক
নামটা তাদের ভুলেই যাক
জুতোর তলায় ছোঁয়না মাটি
ইতিহাসে তারাই থাক।
Leave a Reply