মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০২:৪৪ পূর্বাহ্ন

এস এম রোকন পাশা এর একগুচ্ছ কবিতা

এস এম রোকন পাশা এর একগুচ্ছ কবিতা

এস এম রোকন পাশা এর একগুচ্ছ কবিতা

১. প্রণয়ে রাঙা স্বপ্ন
আমি আজন্ম কত স্বপ্ন দেখেছি
এখনো কত স্বপ্ন দেখি,
কত স্বপ্ন ঘিরে হৃদয় মাঝে প্রিয়া
তোমার ছবি আঁকি!
কত রমনীর মাঝে খুঁজেছি তোমায়
খুঁজেছি সর্বকালে ও মহাবিশ্বময়,
পাইনি দেখা তোমায়
হৃদয় মাঝে স্বপ্নগুলি একা রয়!
তুমি ছিলে মোর কল্পলোকে
মানসপ্রিয়া হয়ে,
মর্তলোকে এলে তুমি
প্রণয়ের গান গেয়ে!
তোমার প্রণয়ে আজি রাঙ্গিলো মোর স্বপ্ন
রাঙ্গিলো আমার জীবন,
তোমার প্রণয়ে মোর হৃদয়ে
বয় গো এখন স্বর্গ সুখের পবণ!

২. মন
মনটা আমার বাঁধন হারা উদাসী এক কবি ,
সদায় আঁকে মন যে আমার স্বপ্নের রঙ্গিন ছবি!
উড়তে থাকে মেঘের মত সপ্তাসমান ছাড়ি,
ঘুরতে থাকে বিশ্বজগৎ কোথায় আপন বাড়ি !
স্বপ্ন তাহার নিত্য সঙ্গী স্বপ্নের সিঁড়ি বেয়ে,
ইচ্ছে হলে স্বর্গে নামে প্রণয়ের গান গেয়ে!
প্রণয়ের দেনায় দেউলিয়া সে তবু প্রণয়ে পরে ,
একটু ভালোবাসার জন্য বিরহ ব্যথায় মরে!
কখনও সে শান্ত হয়ে ভাবের ভেলা ভাসি ,
বিপ্লবী সুরে বাজায় কবিতার মোহন বাঁশি!
ইচ্ছে হলে কখনও কখনও হাসে কষ্টের হাসি ,
কতো ফুটন্ত ফুলের আঘাতে রক্ত ক্ষরণে মনটা গেছে ভাসি!
তবু মনটা কতো স্বপ্ন দেখে শত বেদনা ভুলি,
মনের মাঝে নতুন করে আবার গানের সুর যে ওঠে দুলি!
আমার মনের এমন ধারা চলছে অবিরত ,
একটু ভালোবাসা পেলেই যায় যে ভুলে কষ্ট আছে যত!

৩. অপেক্ষা
তুষের অনলের মতন অনল জ্বলে মোর হৃদে সদা,
কোনো যে স্বপ্ন গুলি মোর অপেক্ষার ডোরে বাঁধা?
কত না স্বপ্ন বুকে নিয়ে আমি অপেক্ষীত এক কবি,
হাঁটিতে হবে দূর্গম কাঁটা ভরা পথ-
উদিতকরিতে হবে নতুন রবি।
কখন বা অপেক্ষার পালা হবে শেষ-
মোর সকল স্বপ্ন গুলির আসিবে বাস্তবতা ,
কখন বা ফুটিবে ফুল, ভাঙ্গিবে ভুল-
সাঙ্গ হবে মনের নীরবতা।
তখনী আমি হব মহাবিশ্বজগত্‍ সেরা কবি ,
উদিত করিবো বিপ্লবী রবি।
আমি হব বিধীর সকল সৃষ্টির সেরা ,
মানবের তরে সত্য ন্যায়ের শাসনে-
সমৃদ্ধ করিবো এই বসুন্ধরা।
তখন থাকবেনা কেউ অন্ধকারে –
ছড়িয়ে দিব মহাবিশ্বজগতে আলো ,
বিধাতার সকল জীবকে ভালোবেসে-
মুছে দিব সকল মনের আঁধার কালো।

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge