আকাশ আহমেদ এর কবিতা নির্বোধ
নিস্তব্ধ মূহূর্ত,
মাঝে মাঝে কয়েকটি ঝিঁ ঝিঁ পোকার ডাক,
একটি নির্ঘুম রাত।
কি নেই আমার কাছে!
এক আকাশ একাকিত্ব,
একবুক হাহাকার!
ঝলসে যাওয়া একটি লাল ঘোলাটে চাঁদ!
জোৎস্নার মাঝে অপূর্ণতার স্বাদ।
এমন রাতে শুধু প্রিয় তারা গুলো নিখোঁজ!
নষ্ট একটা হৃদয় অনুভূতি গুলো হারিয়ে,
হয়ে আছে নির্বোধ!
Leave a Reply