নিরঞ্জন হীরার ২ টি কবিতা
১. ভালোবাসা
“কপালে সিঁদুর উঠলেই,
ভালোবাসার অধিকার নেই”!
“এ সমাজ ঠিক করে, কে কাকে ভালোবাসবে,
অার বাসবে না”।
দাম্পত্যের ভাটাপরা প্রহরে…
কথাগুলো বুকচিরে- ধরা গলায় বলেছিল,
বিষন্ন অনামিকা!
একটি প্রবল পুরুষ
প্রয়োজন তার! অাযৌবন
সমুদ্রের উত্তাল ঢেউ-এ দাঁড় টানা এক মাঝি
অানন্দ-হিল্লোলে কাঁপায় পৃথিবী!
উলঙ্গ অাকাশের নিচে।
হৃদয়ের উষ্ণতার…
অসামাজিক বহিঃপ্রকাশই কী ভালোবাসা!
২. পরকীয়ার অক্টোপাস
নিজের অাঙিনায় ঝিঁমানো চাঁদ, যেনো
পাশের গলিতে রোজ পূর্ণিমা…!
ভাগ্যাকাশের এই লুকোচুরি, কিছুতেই বুঝে ওঠে না
কতগুলো হতভাগ্য কোকিল মন
অতঃপর, জ্যোৎস্নায় স্নাত হতে ব্যকুল।
এদিকে… হামাগুড়ি দেওয়া স্বপ্ন চারাটি
তড়তড় করে বেড়ে ওঠে অবলীলায়,
অাকাশে বসায় মেলা, তারাদের সাথে…
গভীর রাতের বুকে সে অালোয়
প্রায়স রঙিন হয়ে ওঠে বেডরুম!
মনে, ভোরের সূর্য ওঠার অাগেই
জাপটে ধরে অস্তিত্বে, পরকীয়ার অক্টোপাস!
Leave a Reply