সজল হালদার এর কবিতা শাপলুডু
এ সেই প্রখর পরিব্রাজকের রাত
ফুলেল উত্তাপে সাজানো রণাঙ্গন
ঝাঁপিয়ে পড়ার গেরিলা সংহতি
বর্বর বাসনার তীক্ষ্ণ আক্ষেপ
শিরোনামে তখন জমাট দুর্বার নেশা
পাঠক জানে..
সে লেখালেখির আদি ইতিবৃত্ত
ফুলঝুড়ির মত ঝরে পড়ার
বহুল ব্যবহারিক গ্রন্থিত আকর
প্রচ্ছদে আঁকা হতে থাকে
সাপলুডুর সংরক্ষিত ভাষার হিস্ হিস্
Leave a Reply