কথাবিশ্ব : পর্ব-১
চরিত্রপুরাণ
চৈতন্য ফকির
চরিত্র বারবার বদল ঘটে।নির্মল দত্ত বলেছিলপন চরিত্রের প্রকৃত সংজ্ঞা নির্ধারণ না হলে বুঝা দায়।আমি বলি আজীবনেও একজন মানুষের চরিত্র জানা কঠিন।আমাদের সরকার চরিত্র প্রতি ছয়মাস পরপর বদল ঘটানোর নিদান দেন।এরকম কেউ কেউ এক মুহূর্তেই একজন মানুষকে ভালো মন্দ আখ্যা দেন।এসব আসলে কোনটাই প্রকৃতভাবে কোন বিশ্লেষণ নয়।এরকম মানুষের চরিত্র নির্ধারণ করা যায় না।উচিত নয়।প্রায় প্রতিটি মানুষই জটিল।এদের চরিত্র চিত্রায়ণ এত সহজ নয়।আনারও নয়।কারো নয়।মানুষ সর্বদাই জটিলজীব।জটিল চরিত্রের। এরকম চরিত্রাবিধান লেখা যায় কিন্তু চরিত্রের সংজ্ঞা লেখা গেলেও আবিস্কার তত সহজ নয়।আমরা একে মন্দ তাকে ভালো কত কি উপাধি দিই।কিন্তু মানুষকে কোন উপাধিতে ভূষিত করে আটকে রাখা যায় না।মানুষের কোন চরিত্রই নাই।আজ যে আমার প্রিয় তোমার প্রিয় কালকেই সে হয়তো এমন কাজ করে বসবে যা তুমি কখনই ভাবনি।সুতরাং মানুষের চরিত্র যতটুকু আমি যাকে জানি ততটুকু।আর আমি আমার এমন একটি মুখ করে থাকি যেন জগতের আমিই ভালো মানুষ।তাও কিন্ত আপেক্ষিক। চরিত্র বিষয়টিই আপেক্ষিক। তার কোন নিয়ম শৃঙ্খলা কিছুই হয় না।অন্যের মুখে বিষাদগাঁথা শুনেই আমি বললাম তিনি সু আর তিনি কু।তা নুছক কথার মায়াজাল ছাড়া কিছুই নয়।চরিত্র বলে আমরা জানি তা আসলে চরিত্রই নয়।
Leave a Reply