মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০২:২১ পূর্বাহ্ন

এম. তামজীদ হোসাইন এর কবিতা অভয়ারণ্য সুন্দরবন

এম. তামজীদ হোসাইন এর কবিতা অভয়ারণ্য সুন্দরবন

এম. তামজীদ হোসাইন এর কবিতা অভয়ারণ্য সুন্দরবন

ললিত বনভূমি প্রসিদ্ধ যে নাম সুন্দরবন
সুন্দরী গাছে প্রাচুর্যপূর্ণ চিরশ্যামল বন
বিশ্ব প্রকৃতির বিস্ময়াবলীর এক প্রশস্ত বনভূমি
বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি

বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে নোনা পরিবেশে অবস্থিত
বিশ্বব্যাপী ম্যানগ্রোভ বন নামেও সুন্দরবন স্বীকৃত
সুন্দরী-গরান-গেঁওয়া-কেওড়ায় সজ্জিত অরণ্য
গঙ্গা-ব্রক্ষ্মপুত্র-মেঘনা বদ্বীপের বনানী বৈচিত্র্যপূর্ণ

স্বনামে বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগারের আবাসস্থল
জোয়ারে ভরা ম্যানগ্রোভ উদ্ভিদের প্রিয় নোনা জল
কাছিম-গিরগিটি-অজগরে ভরা চিরহরিৎ সুন্দরবন
হরিণ-মহিষ-গণ্ডার-কুমির আরো কতো প্রাণীর বন

বর্ষায় শামুক-কাঁকড়া-চিংড়িরা গিজগিজ করে
জেলেদের জীবিকা নির্বাহ এসব পোকামাকড় ধরে
বেঁচে থাকতে প্রয়োজন আছে এই অরণ্যভূমি
তবুও কেন ভুল করতে যাচ্ছো প্রিয় স্বদেশ তুমি?

সুন্দরবন জাতীয় উদ্যান স্রষ্টার এক অপরূপ সৃষ্টি
যার প্রতি রয়েছে বিশ্বের ভ্রমণপিপাসুদের দৃষ্টি
৬০১৭ বর্গ কি:মি: অভয়ারণ্য বাংলাদেশের অমূল্য সম্পদ
যার জন্য দূর হবে প্রাকৃতিক সমস্ত আপদ-বিপদ।

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge