আবু হানিফ জাকারিয়ার ৬টি অনুকাব্য
১. দৈন্যতা
এই দৈন্যতার খবর কেউ রাখেইনা কখনো
এশিয়ার চারশ’তমও নয় দেশের বিশ্ববিদ্যালয় কোন।
২. ঘর
সমস্ত বিশ্বাস নিয়ে বাধা যে ঘর
সে ঘরের মানুষই আজকাল পর।
৩. উৎসব
ভুলে গেছি পান্তা-ইলিশ, ভুলেছি বৈশাখী উৎসব
ভুলব বর্ষার কদমফুল, বৃষ্টিভেজা দিন, সব।
৪. বড়াই
শিক্ষার বড়াই চাইনা মোটেই, চাই মানবিকতা
স্বশিক্ষায় শিক্ষিত হলেও থাকুক সাহসিকতা।
৫. চুরি
চুরিতেও এসেছে বিপ্লব, কায়দাও এখন অভিনব
বিশ্ব র্যাংকিং এ সেরার মুকুটও অর্জন করব।
৬. আগুন
আগুন আগুনই, পোড়ানোই তার কাজ
পুড়ে পুড়ে কেউ খাটি হলেও কেউ বাড়ায় সাজ।
Leave a Reply