শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০৫:৩৪ অপরাহ্ন

আকাশ আহমেদ এর কবিতা অপ্রকাশিত অনুভূতি

আকাশ আহমেদ এর কবিতা অপ্রকাশিত অনুভূতি

আকাশ আহমেদ এর কবিতা অপ্রকাশিত অনুভূতি

এই আলোক ঝলক শহরে
আমি একটি মেয়েকে দেখেছিলাম!
যে আমার সামনে দিয়ে হেঁটে গেছে বহুবার!
তাকে দেখে আমি বলতে চেয়েছিলাম, কেমন আছেন আপনি?
পারিনি বলতে!

সে মুহুর্তেই স্থান করেছে পরিবর্তন।
খুব তাড়া ছিলো তার!
আমার মত সে ভবঘুরে হলেও,
সে উদ্দেশ্য নিয়ে ঘুরে বেড়ায়।

এরপর ওই মেয়েটিকে
আমি বহুবার দেখেছি ওই স্থানে!
কখনোই তাকে বলা হয়ে উঠেনি,
আপনি ভালো আছেন?

তার জন্য আমার হৃদয়ে
কিছুটা মায়া জমলেও
আমি কিছুই করতে পারিনি।

অপরিচিত কোন পথিকের জন্য
আমার এরকম অনুভুতি
আগে কখনোই হয়নি!
তবুও অপ্রকাশিতই থেকে গেছে
আমার এই ক্ষুদ্র অনুভূতি।

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge