শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০৬:১১ অপরাহ্ন

সাব্বীর হোসেন আল রাব্বীর কবিতা বিভ্রম নাকি বিভ্রান্তি

সাব্বীর হোসেন আল রাব্বীর কবিতা বিভ্রম নাকি বিভ্রান্তি

সাব্বীর হোসেন আল রাব্বীর কবিতা বিভ্রম নাকি বিভ্রান্তি

লতিয়ে আছি আরণ্যক দিনের ছায়ায়
কে তুমি বাঁধনে জড়াও মায়ায়?
নিস্তব্ধতা বিদীর্ণ হয়নি এখনো
তবে কেনো তুমি এঁকেছো নিরবতা এমন
অর্বাচীন সময়ের দিব্যি আরেকবার এসো
আমার সমস্ত জুড়ে তোমারই ঘ্রাণ
বুভুক্ষু মানুষের সাথে দেখা হয়েছিল
তারা তোমার ঠিকানা বলে গেলো
প্রতীক্ষিত সময় নিয়ে দাঁড়িয়ে আছি
অপেক্ষায় অপেক্ষায় দিন-রাত গেলো
কোনো এক আলোতে দেখেছি তোমার আলো
আসীম নীলের উপর কেবল হালকা সাদা
বিভ্রম নাকি বিভ্রান্তি ! আমি কি কল্পনায় ছিলাম
তবে তুমি আকাশে মেঘ বালিকা হলে কি করে?

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge