রশিদুল ইসলাম চৌধুরীর করোনা পুঁথি
বিসমিল্লাহ্ বলিয়া আমি পুঁথি করলাম শুরু।।
আল্লাহ্- নবী, পিতা- মাতা আর শিক্ষা গুরু *
সবাইকে আমি ভক্তিভরে ছালামও জানাই।।
করোনা ভাইরাসের কথা কিছু লিখিয়া জানাই *
চীন থেকে আইলো ভাইরাস নামেতে করোনা।।
অতি সংক্ষেপে আমি তার করিবার বর্ণনা *
হাঁচি,কাশি,ছোঁয়ার দ্বারা এ ভাইরাস ছড়ায় ।।
অতি সন্তর্পণে তাহা মানুষের মাঝে যায় *
শুরুতে আক্রান্ত ব্যক্তি বুঝিতে পারেনা।।
অনেক সময় পাঁচ ছয়দিন কোন উপসর্গ থাকেনা *
তারপর কিছু কিছু লক্ষণ দেখা দেয়।।
যা’দেখে করোনার উপস্থিতি অনুমান করা যায় *
মাঝে মাঝে হাঁচি,কাশি আর জ্বর হবে।।
গায়ে ব্যথাটা,পাতলা পায়খানা,শ্বাসকষ্ট রবে *
এতটুকু হলে তবে আর রক্ষা নাই।।
অতি দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে ভাই *
পরীক্ষা করে ফল যদি পজেটিভ পাওয়া যায় ।
আইসোলেশনে থেকে তার চিকিৎসা নিতে হয় *
কপাল যদি ভাল হয় তবে সুস্থ হবে।।
তা নাহলে স্বজনেরা শুধু মৃত্যু সংবাদ পাবে *
দুনিয়ার প্রায় সকল দেশ এ ভাইরাসে আক্রান্ত ।।
কোনও ঔষধ হয়নি আবিষ্কার তা করিতে নিষ্ক্রান্ত *
শুধু সচেতনতা দ্বারা রক্ষার উপায় আছে।।
এসব তথ্য স্বাস্থ্য সংস্থা আর চিকিৎসা বিজ্ঞান মত *
ঘন ঘন হাত ধোবে সাবান পানি দিয়া।।
ঘরের বাইরে যেতে হবে মাস্ক মুখে দিয়া *
বাইরে থেকে আসা কাপড় বাইরে খুলতে হবে।।
ময়লা কাপড়, জিনিসপত্র দ্রুত হবে ধুতে *
সামাজিক দূরত্ব যা পরষ্পর তিনফুট।।
সবসময় রাখতে হবে ধারণা অটুট *
হাঁচি,কাশি মুখ ঢেকে করতে হবে ভাই ।।
আচ্ছাদিত কাপড় টিস্যু নিরাপদে ফেলা চাই *
ব্যবহৃত জিনিসপত্র জীবাণুমুক্ত করতে হবে।।
করনায় আক্রান্তের ভয় কম থাকবে তবে *
হাট-বাজার,সভা-সমাবেশ,মসজিদ উপাসনায় ।।
এসব জায়গায় সব সময় জন সমাগম হয় *
এসব স্থানে যাওয়া থেকে থাকতে হবে বিরত।।
হোম কোয়ারান্টাইনে থাকে সবে মিনতি করি শত *
নিজে বাঁচব ,অন্যেরে বাঁচাবার,বাঁচাবার পরিজন।।
দেশ,জাতি,বিশ্ববাসীর বাঁচাবে রাখিবেন স্মরণ *
নিজগৃহে প্রার্থনা করে পানাহ চাও সবে।।
আল্লাহ্ চাইলে এ বিপদ থেকে বেঁচে যাব সবে *
Leave a Reply