আতাউর রহমান এর কবিতা আমরা ব্যাংকার
সকাল হলে বুকটা কেমন
ভয়ে কাঁপে ভীষণ
করোনার মাঝে অফিসে যেতে
কেউ করে না বারণ।
বউয়ের চোঁখেও করোনার ভয়
মলিন করেছে মুখ
স্বামীকে অফিস যেতে দেখে
গুমরে কাঁদে বুক!
দোয়া পড়ে ফুঁ দিয়ে বুকে
ছেড়ে দীর্ঘ শ্বাস
স্বামী তাঁর ভালে ফিরবে ঘরে
মনে গাঁথে বিশ্বাস।
খোকা এসে বলে শোন বাবা
মাস্ক পরতে ভুলো না
তোমার কিছু হয়ে গেলে
আমরা বাঁচব না!
খোকার মাথায় হাতটি রেখে
অফিসে দেই চলা
কত সাথী যে হলো শহীদ
যায় কি তাহা ভুলা?
মা-বাবাও চিন্তায় বিভোর
অফিসে যেতে দেখে
সন্তানের ভালোয় মসজিদ, মন্দিরে
দোয়া মানত রাখে।
সকলের দোয়া মাথায় নিয়ে
দেশের ভালোর তরে
আল্লাহুর ভরসায় করছি অফিস
থাকতে পারি না ঘরে।
Leave a Reply