সোমের কৌমুদী’র কবিতা স্বামী
স্বামী সীমাহীন আকাশ
স্ত্রীর অস্তিত্ব জুড়ে।
আশ্রয়
প্রশ্রয়
ঠিকানা
পরিচয়
পরস্পর পরস্পরের।
স্বামী তো স্ত্রীর স্বর্গ এই পৃথীবিময়
এক আর এক-এর যোগফল এক হয়।
স্বামী পাখি হয়, ঘুরে বেড়ায়
স্ত্রীর হৃদয়াকাশে।
কামুক ওষ্ঠ
নরম মাংস
কোমল বক্ষ
খুঁজে শুধু যারা, তারা স্বামী নয়।
যদিও মানুষের এই আকালের যুগে
ধর্ষককেই অনেকে স্বামী ভেবে যায়।
Leave a Reply