উনিশে মে স্মরণে
নিতাই মৃধা
উনিশে মে শিখালো ভাষার
জন্যে আগুন জ্বালা,
এগারো বাঙালি-বুকের রক্তে
রাঙালো বর্ণমালা।
সেদিন যে সব শহিদের কথা
মনে পড়ে বারবার,
কানাই,হিতেশ,তরণী, শচীন,
সুনীল সরকার।
বুক পেতে দিলো বুলেটের মুখে
বাঙালি- বীরসন্তান,
বাংলাভাষার অধিকার রক্ষায়
প্রাণ দিল বলিদান।
Leave a Reply