আসাদ বিপুল এর কবিতা মনের বাসনা
মানুষ নামে জন্ম আমার
সৃষ্টির সেরা জীব,
জীবন নামের দেহ গাড়িটা
চলে দিক বেদিক ।
ফুলে ফলে শস্য শ্যামলে ভরা
এই ধরনী খানি,
তুমিই বাঁচাও তুমিই মরাও প্রভু
তোমার লীলা জানি ।
নদী নালা সাগর পাহাড় পর্বত
সৃষ্টির অপরুপ খেলা,
হরেক রকম পশরায় সাজিয়েছো
নিয়ামতের এক মেলা।
খরা দিয়েছো সাইক্লোন দিয়েছো
আরও দিয়েছো বন্যা,
ছয় ঋতুর বিচিত্র সৌন্দর্য সৃষ্টিতে
সৃষ্টিকর্তা তুমি একজনা ।
সত্য ন্যায়ের পথে চলো মুমিন
কুরআনের বিধান দিয়ে,
জীবে দয়া করবো আমারা সবাই
আল্লাহর নাম নিয়ে ।
Leave a Reply