মারুফ হোসেন মাহবুব এর একগুচ্ছ ঈদের কবিতা
১.
আমাদের আনন্দের কাছে দুঃখেরা নতজানু আজ
হৃদয়-ঐশ্বর্যের কাছে সকল দীনতা আজ ম্লান,
মমতার উত্তাপে বেদনারা গলে যায় মোমের মত
কর্পূরের মত উবে যায় আজ সঞ্চিত যত অভিমান।
২.
ঈদ আসুক প্রতিটি কৃষকের ঘরে
ঈদ আসুক শ্রমিক ও মজুরের ঘরে
ঈদ আসুক প্রতিটি দরিদ্র কুটীরে
আনন্দধারা হয়ে ঈদ আসুক ফিরে।
৩.
সকল হৃদয় থেকে দুঃখ বেদনা মুছে যাক
আনন্দ অমীয়ধারা চিরকাল বহমান থাক
মানুষের ঘরে ঘরে ঈদ আনুক আনন্দবান
মানুষের প্রাণে থাক সমৃদ্ধির গান অফুরান।
৪.
এসো আজ দুঃখ ভুলে যাই
এসো আজ কষ্ট ভুলে যাই
এসো দুঃখ কষ্ট ভুলে গিয়ে
সকলে এক সমতলে দাঁড়াই।
৫.
আমাদের এইসব আনন্দ দিন,
সোনার মোড়কে বাঁধা থাক অমলিন
জীবনের গল্পেরা থাক বেঁচে থাক
দুঃখেরা চিরতরে ধুয়ে মুছে যাক
আগুনের শিখা জেনো যাপিত বেদনা
খাদেরে গলিয়ে করে নিখাদ সে সোনা।
৬. ঈদ এবং অন্ধ খয়বর সমগ্র
টেবিলে নানান স্বাদের মিষ্টান্ন,লাচ্ছা-সেমাই
বাহারি নতুন জামা পরিবারে কেউ বাদ নাই,
অজস্র শপিং ব্যাগ যত্রতত্র গড়াগড়ি যায়
গৃহিণীর চাঁদমুখে টানা হাসি নয়া গয়নায়।
সুলেমানি আতর সুবাস চারদিক গন্ধে মাতোয়ারা
কী আনন্দ খুশদিল চোখে নাচে সুরমা-মাসকারা
ফুরায় না কোলাকুলি, কোলাকুলি ফুরায় না সিনায় সিনায়,
আসসালাম, খোশ আমদেদ, ঈদ মোবারক হাওয়ায় হাওয়ায়।
আর কেবল অন্ধ খয়বর ঈদের দিন সারাটা সকাল
ফেতরার পেছনে ছোটে এপাড়া ওপাড়া চিরকাল।।
নাতি তার আগে হাঁটে লাঠির একপ্রান্ত তার হাতে
অন্য প্রান্তে অন্ধ খয়বর ছুটে চলে ঈদের দিন সকাল বেলাতে।
Leave a Reply