মজনুর রহমান এর কবিতা আমরা দুজন
আমরা দুজনই দুজনকে লক্ষ্য করি গানের আড়ালে থেকে,
সহস্র সুরের ভেতর থেকে ভেসে আমাদের অভিন্ন হাহাকার।
একইসাথে দূরত্বের বোধ খেলা করে আমাদের গোপন মগজে-
যখন পৃথিবী বিপর্যয়ে ভেঙে গুঁড়াগুঁড়া হতে থাকে নিজস্ব বিপদে।
আমরা কোনদিন কাউকে বলি নি আমাদের গোপন দরকার
তবু যেন দেশ থেকে দেশে উড়ে চলে পৃথিবীর তাবৎ সরকার-
কাগজে কাগজে তারা শান্তি আর অশান্তির বেচাকেনা করে
যেন আমাদেরই দুজন দুজনকে নিয়ে উদ্বিগ্ন হবার একান্ত দরকারে।
আমিও তোমাকে আর তুমিও আমাকে মুখোমুখি দেখবো না কোনদিন
অথচ পরস্পরকে মনে রেখে থেকে যাব নিতান্তই দরকার বিহীন।
Leave a Reply