দেবাশীষ ঘোষ এঁর দুটি কবিতা
১. উচ্চতা
পাহাড়ি মেঘেরা ভুলে যায় নিজস্ব উচ্চতার কথা।
সমতলের স্মৃতিদোষে আর ওপরে ওঠেনা,
পাহাড়ের খাঁজে খাঁজে ভেসে
আমিও মাটির দেশের এক মানুষ
পাহাড়ে চড়ে ভুলে যাই আমি ঠিক কতফুট
পাহাড়ের কাছে আমি তুচ্ছ হতে হতে গভীরতা শিখে নিই
পাহাড় আমাকে তার পুরোপুরি উঁচুটুকু ঢেলে দ্যায়
বুকের ভিতর।
তাকে পুষে রাখি।
স্কাইলাইন, পাহাড়ের ঢেউ, দূরে পাথর আর বরফের ভাষ্কর্য
শুষে রাখি
পাহাড়িয়া পথ, ঘন গাছপালা, মায়াবী মানুষ
পাহাড় আমাকে তার খাদ চিনিয়েছে বুকের ভিতর
সীমাহীন সীমানা পেরিয়ে
২. ছড়িয়ে পড়ার জন্য
পেতে রাখি রাত্তির
কখন পড়বে ফাঁদে দুচারটে ধেড়ে বাস্তবতা
আমার সঙ্গে জেগে থাকে এক নদী বিস্ময়
আলোড়িত ঘরবাড়ি ফাঁকে ফাঁকে ধোঁয়াওঠা প্রেম এবং প্রেমহীনতা
আমাকে আকাশ হয়ে ছুঁয়ে দাও জল দেব মেঘ ভেঙে ভেঙে
আমাকে পাতার মতো ঘিরে রাখো তারাদের গুঁড়ো করে ট্যালকম দেবো
এরকম ঘন অনিবার্যতার সন্দেশ
কখনো দেখোনি বলে মৃত্তিকারও সাধভক্ষণ
পল্লবিত শহুরে গুজব বাসরের ছিদ্রের খোঁজে
রাত্রি পেতেছি জলে অন্ধকার নদীজলে টান
মেঘের ভাস্কর্যে খুব মায়াময় জ্যোৎস্না বিঁধে
পাখিরা এখানে এসে ঘর করে পরিবার গড়ে
রঙে রঙে উজ্জ্বল দিগন্তের ব্যাপ্ত সম্ভাবনা
Leave a Reply