বর্ণালী সরকারের দুটি কবিতা
১. ছোটগাছ
যে মেয়েটি তোমার চোখের কালি মেখে
চিতাকাঠ সরিয়ে অস্তিত্ব গড়ে তোলে,
তার প্রশ্নে অঙ্কুরিত বিরক্তি
মেয়েটি উত্তর খোঁজে শীত গ্রীষ্ম বারোমাস..
ফলের সন্ধানে ফুলের আর্তনাদের মতো
কেবল ভালোবাসতে চেয়ে-
পাশবালিশ এখন সীমানার কাঁটাতার
ঘাসফড়িং লতায় পাতায় জানলার কাঁচে
দু-চারটে ছোটগাছ লাগিয়েছে বারান্দায়
তারই নেশায় মেতে উঠেছে ওরা…
২. হলদে চোখ
এখানে গ্রামীণ জীবন -ভাগচাষি আর আমি
সঙ্গে ওরাও আছে
দীর্ঘ বটগাছ আর জীর্ণ কলকারখানা
কুয়াশায় ঘেরা ধূসর সকাল
আঞ্চলিক মানুষের শরীরী কঙ্কাল
ধুলোপড়া হাত,ঘুমহীন চোখ
বাদামি শালিক আর চায়ের দোকানের লণ্ঠন
ছুঁড়ে দেওয়া কিছু বিস্কুটের টুকরো
তাতেই উৎসব ওদের হলদে চোখ
স্থিরতায় মুখর
Leave a Reply