শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০৬:০০ অপরাহ্ন

হুমায়ূন কবীর ঢালীর ছড়া একটা দুইটা তিনটা ছড়া

হুমায়ূন কবীর ঢালীর ছড়া একটা দুইটা তিনটা ছড়া

হুমায়ূন কবীর ঢালীর ছড়া
একটা দুইটা তিনটা ছড়া

একটা ছড়া রিটন ভাইয়া
একটা ছড়া রুপুর
একটা ছড়া এতিম হয়ে
ঘুরছে সকাল দুপুর।
একটা ছড়া আমীরুল ভাই
একটা ছড়া কামাল
একটা ছড়ার ছুটোছুটি
জলদি করে সামাল।
একটা ছড়া শাহরিয়ার ভাই
মেধাবী এক জাহাজ
একটা ছড়া দূরদর্শী
ঠোঁটকাটা হাঁক, আওয়াজ।
একটা ছড়া দাদু ভাইয়ের
রয়নি ছড়া কিশোর
দাদু ভাইয়ের চাল্লি অনেক
তুলছে হল্লা কী-শোর।
একটা ছড়া মাহমুদউল্লাহ
একটা ছড়া ফরিদ
একটা ছড়া লিখে লিখে
হয়েছে ছড়াবিদ।
একটা ছড়া ফারুক নওয়াজ
একটা ছড়া বোরহান
একটা ছড়ার দুদিক থেকে
টানছে ধরে দুই কান।
একটা ছড়া ফারুক হোসেন
মহামারী রোধে
একটা ছড়া প্রকাশের পর
আরেকটা রয় বোধে।
একটা ছড়া ধ্রুব এষের
একটা ছড়া উত্তম
একটা ছড়া ছবি আঁকে
ছবিটার দাম দেই কম।
একটা ছড়া বকুল হায়দার
একটা ছড়া মামুন
একটা ছড়া গাছের ডালে
বলছি তারে নামুন।
একটা ছড়া সুজন দাদা
একটা আরিফ নজরুল
একটা ছড়া গভীর রাতে
সুরে সুরে মশগুল।
একটা ছড়া আসলাম সানী
একটা ছড়া জানি
একটা ছড়া সকল ঘাটে
ডুব দিয়ে খায় পানি।
একটা ছড়া তালুকদারের
টাঙ্গাইলে তার বাড়ি
একটা ছড়া বিরতিহীন
ছুটছে পথে গাড়ি।
একটা ছড়া শাহেদ ইকবাল
একটা ছড়া প্রণব
একটা ছড়া রোজ সকালে
পাখির কলরব।
একটা ছড়া তপন বাগচী
ছন্দ-গানের রাজা
একটা ছড়া গতকালের
আরেকটা তরতাজা।
একটা ছড়া অজয় দাশের
একটা সারওয়ারের
হাসান রাউফুন লিখছে ছড়া
ছন্দ-মাত্রা-তালের।
একটা ছড়া হাসনাত আমজাদ
একটা ছড়া মল্লিক
একটা ছড়া ঘামে ভেজা
পাত্র যখন হয় লিক।
একটা ছড়া রাশেদ রউফের
একটা ছড়া ছন্দা
একটা ছড়ায় চঞ্চু কাঁদে
বাজার হলে মন্দা।
একটা ছড়া জয়েন উদ্দিন
একটা ছড়া খালেক
একটা ছড়া ফেসবুকে দেয়
পুরান ঢাকার মালেক।
একটা ছড়া জ্যোতির্ময় সেন
একটা ছড়া ডলি
একটা ছড়া ফোটার আগে
কানটা নাহয় মলি।
একটা ছড়া মাহবুব ভাইয়ের
সিলেট থেকে আসে
একটা ছড়া সরফুদ্দিনের
আটলান্টিকে ভাসে।
একটা ছড়া মাহমুদ দুলাল
সেই ছড়াটা দূরে
একটা ছড়া রিমি লুকায়
গহীন অন্তঃপুরে।
একটা ছড়া আহসান মালেক
একটা সুবির বসাক
একটা ছড়া মোদাচ্ছের আর
মশলা-তেলে কসাক।
একটা ছড়া সব জসীমের
এবং সকল বণিক
ছড়ায় ছড়ায় বাধলে টক্কর
খেতে হবে টনিক।
একটা ছড়া কামাল পাশা
ঝুমঝুমি তার বাজে
একটা ছড়া শায়লা তিথি
ব্যস্ত ছাপার কাজে।
একটা ছড়া জগলুল হায়দার
একটা ছড়া কাদের
একটা ছড়া দাবি করে
চোরছেঁচড়রা, তাদের।
একটা ছড়া শম শামসুল
একটা ছড়া আনন
একটা ছড়া ফুটে আছে
যেথায় ছড়ার কানন।
একটা ছড়া আহমাদ মাযহার
একটা ছড়া বকুল
একটা ছড়া গবেষণায়
রক্ষা করে দু’কূল।
একটা ছড়া রহীম শাহ
একটা ছড়া মারুত
একটা ছড়া চড়ুই হয়ে
উড়ছে ফুড়ুৎফাড়ুৎ।
একটা ছড়া মারুফুল আর
সৈয়দ আল ফারুক
একটা ছড়া লিখছে মফিজ
পারুক বা না পারুক।
একটা ছড়া রোমেন রায়হান
একটা হাসান হাফিজ
একটা আনজির লিটন
ছড়ার পুষ্ট তিন বীজ।
একটা ছড়া আখতার হুসেন
একটা আলী হাবীব
তাঁদের কথা লিখতে গিয়ে
বুকটা করে ঢিবঢিব।
একটা ছড়া নাসের মাহমুদ
একটা ছড়া চন্দন
একটা ছড়া দীর্ঘশ্বাসের
টুটে যাওয়া বন্ধন।
একটা ছড়া ইমতিয়াজ আর
একটা ছড়া রমজান
একটা ছড়া হাজার হৃদয়
করেছে যে খানখান।
একটা ছড়া সব বড়ুয়ার
একটা হস্তলিপি
একটা ছড়া দেহবন্দি
পরে আছে পিপি।
একটা ছড়া আহমেদ জসীম
একটা ছড়া তুসী
একটা ছড়া আম-জাম কাঁঠাল
পেয়ে সবাই খুশি।
একটা ছড়া জাহাঙ্গীর আলম
একটা ছড়া হাওড়ে
একটা ছড়া যাচ্ছে ডুবে
নদী-বিল-বাওড়ে।
একটা ছড়া চন্দন কৃষ্ণ
বিদ্যুৎবেগে চলে
একটা ছড়ায় মোহিনীর সুর
রাগে কথা বলে।
একটা ছড়া খন্দকারের
একটা ছড়া নাফে
একটা ছড়া মঈনের পেটে
বন্দি হয়ে ফাঁপে।
একটা ছড়া বিলু কবির
গবেষণায় মত্ত
একটা ছড়া গাজির পুঁথি
কার আছে তার স্বত্ব।
একটা ছড়া নিগার শাপলা
একটা ছড়া তাহমিনা
ছড়ার রিনা রাত্রি জাগে
নেই তার খানাপিনা।
একটা ছড়া হয় আবদালী
একটা ছড়া দেওয়ান
একটা ছড়া নীহার লেখে
চুপটি করে দেও টান।
একটা ছড়া রুবি আপা
একটা শাহনেওয়াজ
একটা ছড়া ইমরান পরশ
মাথায় ছড়ার তাজ।
একটা ছড়া ব্রত রায়ের
একটা ছড়া অরুণ
একটা ছড়া অমিত – মিহির
এগিয়ে যাও তরুন।
একটা ছড়া মনজুর কাদের
একটা ছড়া দর্পণ
রুশোসহ সব ছড়াকার
স্রষ্টার কাছে অর্পণ।
একটা ছড়া টুপটাপ নাজমুল
রকিবুল আর জাকির
মুক্তিযুদ্ধের ছড়াসম্পদ
প্রকাশ করে হও বীর।
একটা ছড়া দুইটা ছড়া
তিনটা ছড়ার পিতা
এক ছড়াকার আরেক ছড়ার
বন্ধু এবং মিতা।

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge