ভাল নেই কৃষাণ
কমল কান্ত রায়
মন ভালো নেই কৃষাণের, হাসি নেই তার মুখে
ফসল ফলায়, দাম পায়না-কান্না চাপা বুকে।
ভালো খাবার জোটে নাকো পালে, পাতে পরেনা মাছ
কৃষাণ বলে জানো, সেই কবে মাংস ছেড়েছে পাছ!
রোদে পুড়ে জ্বলে যাই, কালো হয় চামড়া
কার লাভ কে খায়, চেয়ে দেখি আমরা।
আশাকরি বারমাস, এই বুঝি ভালো হবে
মাস শেষে বছর যায়, ভালো কিছু হয়নি তবে।
নিয়তি আজ হয়েছে বিরাগ, মঙ্গল হয়েছে দূর
হাড্ডিসার দেহটা আজ, যাবে বলো কতদূর।
Leave a Reply