পিতৃত্বের দাবী ছাড়
মো. আব্দুর রহিম
চাল চোর, ডাল চোর, তেল চোরদের
তেলবাজীর বিভৎসতার আভাস;
মাতৃভূমিতে দিব্যমান আগত।
ঘুনে ধরা রাজনীতির আস্টেপৃষ্ঠে
বালাই নাশকই মূখ্য খাবারের
ভূমিকায় অবতীর্ণ
ভুক্তভোগী আম জনতার?
মহামারীর সুযোগে লুটপাটের অদম্য
মহোৎসব, সমাজকে আপাদমস্তক
নিমেষে গিলে নেবার উন্মুক্ত ফটকের মুখে।
কাজ নেই, ভাত নেই!
রোদনে ভরে আছে ভাতের পাতিল।
রাঙা চোখে কটাক্ষের হাসি মেরে
বলছে, “চাল নেই? চোখের জলে
ভরে রাখ মোরে।”
সেলফীতে কমজুড়ী নেই
নেতা পাতিনেতা আর আমলার।
মধ্যম আয়ের হিসেব করো;
আমি বুজি না সে হিসেব,
“আমার পেটের জ্বালা মেটাও তুমি’
শিশু সন্তানের আরজি।
আঁষটে পড়া সমাজে পেটের জ্বালায়
কষ্টের লাগাম পাই না আর,
ওহে কিংকর্তব্যবিমূঢ়!
পিতৃত্বের দাবী ছাড়।
Leave a Reply