খলিল ইমতিয়াজের ছড়া
তেলেসমাতি
ক.
তেলে হয় সব কাজ
বলেছেন তেলবাজ
কত কিছু ভাজা হয় তেলে
মচমচে ভাজে পরে জেলে।
খ.
কতিপয় তেলবাজ তেল ঢালে কড়াইয়ে
মুচমুচে হাসি দেয় মোচ ওয়ালা চড়াইয়ে
আর বাকি সব পাখি ডানা ঝাড়ে আয়েশে
আশা নিয়ে বাসা ফেরে খাসা কিছু খায়েশে
উঁকি মারে কিছু পাখি ঝুঁকি বুঝে চেপে যায়
তেলাতেলি দেখে দেখে কাকাতুয়া খেপে যায়।
Leave a Reply