বুধবার, ০৭ Jun ২০২৩, ১০:৩২ অপরাহ্ন

প্রণয়ের পদাবলি-মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ্

প্রণয়ের পদাবলি-মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ্

প্রণয়ের পদাবলি
মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ্

সুহাসিনী

মুগ্ধ হতে হতে অবশ হয়েছে চোখ
তবুও এক ঘেয়েমী লাগেনি,
ছুঁড়ে ফেলতে হয়নি মুঠোফোনটাও।
মাঝে মাঝে বিভোর হয়ে যাই
তার চিত্রে,শব্দে আর মুগ্ধতায়
শতাব্দীর সেরা প্রেমিক হওয়ার দৌড়ে,
নিজেকে এগিয়ে রাখি গভীর ভালোবাসায়।

সেই লাবণ্যময়ী লাবণি
আমার হৃদয়ে তুমুল ঝড় তোলে
অবাক মিষ্টি হাসির সবিতা,
আমি লিখেছি তার জন্য
শতাব্দীর সেরা কবিতা।

খুব ভালোবাসি তোমায়

জানি পারতাম তোমার হাতটি ধরতে
খুব শক্ত করে তাও কিন্তু নয় ।
আলতো করে তোমার বামহাতে-
আমার ডানহাতটি রেখে
নির্দ্বিধায় এই শহরের কোন এক ব্যস্ত পথে
সারাটা বিকেল দু’জনে হাঁটতে পারতাম ।

কিন্তু বিধিনিষেধ !
সংবিধানের মত এই জীবনের গণ্ডি পেরিয়ে
হয়ত সেই ইচ্ছেটুকু পূরণ হওয়ার নয়।
তবুও হৃদয়ের গহীন থেকে ভেসে আসে
কিংবা কোন এক কাব্য প্রেমিকের লেখা
কবিতায়
খুব ছোট্ট করে ভালবাসায় মেশানো এক
পংক্তিতে
নির্দ্বিধায় খুব সাহস করে বলে উঠে ,
‘তবুও খুব ভালবাসি তোমায়’।

মাধুবীলতা

মাঝে মাঝে লুকোচুরি খেলো তুমি
রাত জেগে জেগে প্রতিক্ষায় থাকি আমি।
সুমিষ্ট কন্ঠস্বর তোমার ;
জাগিয়ে তুলে আমার কল্পদেশ।

তুমিই আমার মাধবীলতা
হাইপাওয়ারের চশমায় ভাললাগা।
সরলতা আর অভিমানের প্রতিচ্ছবি
আমি একটু একটু করে বাঁচতে শিখি।

ভালবাসি তোমায় নবরূপে লাখো কোটিবার
হারাতে যে চাই না কোনদিন ও একটি বার।
দূরে চলে গেলে বড় ভয় হয়
তোমার শূণ্যতায় যে কাঁদতে হয়।

কোন এক বিকেলে

আবার কোন এক বিকেলে
যদি হঠাৎ দেখা হয়ে যায়
সোনালী আলোয় মাখা ;
দেবদারু গাছগুলির পাশে ।
যদি ঘড়ির কাঁটা নিয়ম ভুলে
আবারও সেই দিনগুলি আসে ফিরে ;
মিষ্টি ফুলের গন্ধে মাখা
সেই গাছটির নিচে –
যদি আবারও দেখা হয় দুজনের !
কি বলবে সেদিন আমায় ?

যদি আবারও অপ্রস্তুত হয়ে যাই
পথের বাঁকে হোঁচট খেয়ে
দম ফুরানো হাসির শব্দ শুনতে পাই।
পিছন থেকে সেদিন তুমি ;
কি বলবে আমায় ?

যদি আবারও একদিন
দুহাতের দূরুত্বের মাঝে
হাঁটতে হাঁটতে তোমায় যদি
পাই।
যদি উতলা বাতাসে
তোমার এলো চুলের ছন্দ মিলাতে গিয়ে
যদি আমি আতেল হয়ে যাই
কি বলবে সেদিন আমায় ?

চিঠি

তারপর থেকে
কাউকে আর চিঠি দেয়া হয়নি,
তারপর থেকে
কাউকে এতটা ভালোবাসতেও পারিনি
যতটা ভালোবাসতাম তোমাকে।

এরপর মুঠোফোন আসলো একটা সময়ে
পাঁচ টাকা মূল্যের একশত এসএমএস,
ম্যাসেঞ্জার,হোয়াটসঅ্যাপ,ইমো
আরো কত কিছু আসলো গেলো
শুধু ভালোবাসাটাই থমকে গেল।
সহজলভ্য হলো শুধু প্রেম আর কাম
তারপর একদিন,
মৃত্যু হলো আমার প্রেমিক মনটার
মৃত্যু হলো একটি পবিত্র ভালোবাসার।

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge