অসহায় দুর্দিন
রাফিয়া ইসলাম রিয়া
এ আঁধার কেটে যাবে-
শরীর গুলিয়ে আসা এ বিভৎস সময় পেরিয়ে,
আসবে এক দারুণ আগামীকাল!
ভোর হবে পাখির কিচিরমিচিরে, আর স্কুলগামী বালিকাদের স্রোতের মতো হাসির শব্দে!
সন্তানেরা ফের অফিস ফেরত বাবাকে জড়িয়ে ধরবে,
চুমু এঁটে দেবে গালে।
চুলোয় বৈকালিক চা বসিয়ে স্ত্রী অপেক্ষা করবে স্বামীর!
এ আঁধার কেটে যাবে-
এ দুঃসময় এ অসহ্য গৃহবন্দী জীবন থাকবে না বেশিদিন।
বাসের পাশের সিটের মেয়েটির প্রেমে পড়বে কোনো এক তরুণ!
বাবা বাজারে যাবে,পদ্মার ইলিশ আনবে বাড়িতে।
ছুটির বিকেলে পান চিবুতে চিবুতে মা হয়ে উঠবে স্মৃতিকাতর!
এ আঁধার কেটে যাবে-
থেমে যাবে বুকের ভেতর বয়ে চলা এ দুঃসহ হাঁপর!
ভয়ের এত শক্তি কই স্বপ্নকে হারাবার?
স্বপ্ন সত্যি, স্বপ্নই জীবন;
স্বপ্ন দেখতে দেখতে মানুষ লড়ে অন্ধকারের পথে-
গড়ে নতুন পথ; পায় নতুন আলোর সন্ধান!
সেই নতুন দিন আসবে এই ভয়ংকর সময়কে পায়ের তলায় পিষে!
আশরাফুল মাখলুকাত ঠিকই ঘুরে দাঁড়াবে,যেমন দাঁড়িয়েছে বারবার।
অন্ধকার,নিঃসঙ্গতা, একাকিত্বতা-
কতক্ষণ লড়ে যাবে আলোর সাথে- ভালোর সাথে?
Leave a Reply