বৈশাখ মানে
সামিউল ইসলাম
বৈশাখ মানে ঐ নতুন দিন
নতুন আশায় ভরা।
অতীত স্মৃতি ভুলে জীবন
নতুন করে গড়া।
বৈশাখ মানে খুশির বার্তা
নতুন করে আনা।
অতীত দুঃখ মনে রেখে
থেমে থাকতে মানা।
বৈশাখ মানে হিসাব-নিকাশ
নতুন করে খোলা।
অতীত খাতা বন্ধ করে
নতুন খাতায় তোলা।
বৈশাখ মানে চাষার হাশি
বুকে করে লালন।
খোকা-খুকি শুনে মুখে
তারাও করছে পালন।
Leave a Reply