বৈশাখ তুমি মায়ের হাতের মঙ্গল টিপ
নাসিমা আকতার
তোমার চিহ্ন আজ চারিদিকে
আকাশে উলকির ঝলক
বাতাসে নৃত্য পাগল মেয়ের ঘুঙুর
ঘরে ঘরে নতুন সাজ
পথে পথে মঙ্গল শোভাযাত্রা
শুভ বারতার এই ক্ষণ, এই ঢেউ
জলোচ্ছ্বাসের মত ভাসিয়ে নিয়ে যাকনা
দম্ভের রসমালাই, বিভেদের খড়কুটো
পরতে পরতে জমে থাকা কার্বন
শুধূ বিশুদ্ধ একখণ্ড ভালবাসার চাদর
হয়ে থাকতুমি
অশুভ দৃষ্টি, সমস্ত অকল্যাণ
মরাসময়ের হাতছানি আড়াল করতে
পরম যত্নে মায়ের হাতের মঙ্গল টিপ।
Leave a Reply