তবু প্রত্যাশা মনে
শুভাশিস দাশ
আসে বৈশাখ নবপল্লবে
প্রত্যাশা জাগে মনে
আগামীর দিন যেন শুভ হয়
জয়ী হই যেন রণে।
অজানা শত্রু চারিদিকে আজ
বিষণ্নতায় ঢাকে
সবুজ এদেশে অজানা দৈত্য
এদিক সেদিকে হাঁকে।
বৈশাখ আসে নতুন গন্ধে
গন্ধরাজের বনে
চির নতুনের গান দোলা দেয়
আমাদের ভাঙা মনে॥
Leave a Reply