জীবন পরিক্রমায় একটি স্কেচ
দেবাশীষ ভট্টাচার্য
সফরে অসফরে
সাফল্যের রকমারি ফুলে ও কাঁটায়
অজস্র সরল ও জটিল আলাপচারিতায়
জীবন বোধ থেকে গড়ে ওঠা
চলতি শব্দের বহুরৈখিক চরিত্র
অভ্যাস অনভ্যাসের যোগ বিয়োগ গুণ ভাগের
মাত্রা বৃত্ত ও স্বভাবে অভাবে প্রভাবিত হয়ে পড়ে
যতক্ষণ সে উর্বরা
যতক্ষণ সে রজস্বলা
যতক্ষণ বন্ধ্যাত্বের মুখোমুখি হয় না সে…
Leave a Reply