চিরায়ত বৈশাখ
জিয়াউর রহমান
তোমার রূপের হয় না কখনো তুলনা,
তুমি নবরূপে এসে দেখাও কত যে মহিমা।
তোমার আশায় অধীরে চেয়ে আছি নির্দ্বিধায়।
তুমি আসলে আমার শুস্ক বদনখানি মুখরিত হয়।
শ্রাব্য তোমার আসার প্রহর, প্রতিটি দিন গুণী।
নব মাসের চাহনি দেখে বদলায় এই ধরণী।
তিক্ত ফেলে আসা মুগ্ধ আলোড়নে শ্রদ্ধা শত লাখ
নতুন সুবাসে স্নিগ্ধ আভাসে উজ্জ্বল কর হে বৈশাখ।
তোমার স্মরণ সভায় গৃহীত এক উপায়
উৎযাপন করি সকল বাঙালি উম্মেদনায়।
রমনীর ক্লান্তি ভরা হাতে
হাঁড়ি পাতিলের ঝনঝনিতে
বৈশাখ তোমায় মনে হয়।
ইলিশ মাছ আর পান্তা খেতে
বাঙালির বাংলা ভাষা প্রকাশ ঘটায়।
আলু ভত্তা, শুটকি ভত্তা আরও কত শাখ,
বারবার ঐতিহ্য গুলো এনে দাও হে বৈশাখ।
Leave a Reply