মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০২:১৭ পূর্বাহ্ন

অংকের শিক্ষক, শিউলি ফুল এবং বাজার-সপ্তদ্বীপা অধিকারী

অংকের শিক্ষক, শিউলি ফুল এবং বাজার-সপ্তদ্বীপা অধিকারী

অংকের শিক্ষক, শিউলি ফুল এবং বাজার
সপ্তদ্বীপা অধিকারী

“বাজারে যাচ্ছি।ফিরে এসে তোমায় ভিডিও দেবো,কেমন! রাগ করো না, প্লিজ…!”
“কিন্তু বাজারের সাথে ভিডিওর কী সম্পর্ক?” জিজ্ঞাসা করতে চেয়েছিল শিউলি ফুল। করল না।
তখন সকাল নয়টা। তারপর দশটা বাজল। এগারটা বাজল। বারোটাও বেজে গেল। শিউলি ফুল এতক্ষণ আকাশের দিকে মুখ করে অপেক্ষা করেছে। এবার সে বাজারে ফোন করল। তারপর শিউলি ফুল আর বাজারের সাথে নিম্নলিখিত কথোপকথন হল:
-হ্যালো, বাজার বলছি।
-আচ্ছা, আজ সকালে অংকের শিক্ষক বাজার করতে বেরিয়েছিলেন। আপনি কি প্লিজ তাঁর খোঁজ দিতে পারবেন!”
-কিন্তু আমরা তো এইমাত্র বসলাম। কী প্রচন্ড ঝড়-বৃষ্টি হচ্ছে এদিকে। কোনো অংকের শিক্ষককে এদিকে আসতে দেখিনি।
বলে বাজার সংযোগ ছিন্ন করে দিল।
শিউলি ফুল এরপর আবার অপেক্ষা করতে লাগল।একটা-দুটো মিনিট শিউলি ফুলের কাছে একটা দুটো জীবন মনে হতে লাগল।
একসময় আবার সে ফোন করল।এবারে সে শুনলোঃ
-হ্যাঁ, এসেছিলেন তো অংকের শিক্ষক! কিন্তু সিঁড়িভাঙা অংকে পরিপক্ক শিক্ষককে বাজারের প্রতিটি প্রতিবেশী সমাদরে তাদের ঘরে বসিয়েছে।জল ও মিষ্টি দিয়ে আতিথেয়তা করার পরও কোন সে অভিশাপের ফলে আমাদের মিলন হলো না। কেননা,অংকের শিক্ষকের সময় অতিক্রান্ত হয়ে গেছিল।বারোটার পর শিক্ষকের সামনে বাজারের গাছেরাও নতজানু হয় ঠিকই,কিন্তু শিক্ষককেও তাদের চাহিদা মেটাতে হয়। খুলতে হয় অন্তরের অন্দরমহল। কিন্তু অপারগ হয়ে বাজারের কাছে অংকের শিক্ষক কাকুতি মিনতি করেছিলেন” শিউলি অপেক্ষা করছে! আমাকে একটু সময় ধার দাও, প্লিজ!”
এই পর্যন্ত শুনেই শিউলি বলে উঠল-“তোমরা তো ধার দিতে পারতে একটু সময়। পারতে না?”
-না, পারতাম না। তোমাকে তো বলেছি,আজ সকালে বসতে না বসতেই প্রচন্ড ঝড়-বৃষ্টিতে আমাদের সমস্ত সময় চুরি হয়ে গেছে।”
বলতে না বলতেই আবার ধেয়ে এলো বুনো ঝড়। পরিকল্পিত সমস্ত কিছু সে যেন লন্ডভন্ড করে দিতে চায়।
অংকের শিক্ষক বাজারের মধ্যে ভিজে কাক হয়ে, জীবনের সমস্ত সময় বিসর্জন দিয়ে অপেক্ষা করছেন। নতুন কথা তো দূর,পুরানো এবং প্রয়োজনীয় কথাটুকুও তিনি বলতে পারেন নি।
আর গাছে গাছে যেখানে যত শিউলি ছিল, তারাও, ভিজে গেলে আর দেখা হবে না, কথা হবে না, জেনেও ঝুপঝুপে বৃষ্টিতে চুপচুপে ভিজেও অপেক্ষা করতে লাগল,অপেক্ষা করতে লাগল সময়কে নির্দয়ভাবে বিসর্জন দিয়েও!

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge