শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০৬:১৬ অপরাহ্ন

এস,ইমান এর দুটি কবিতা

এস,ইমান এর দুটি কবিতা

এস,ইমান এর দুটি কবিতা

দম্ভ চূর্ণ

আকাশ ভরা নীলের মাঝে
খুঁজতে আমি চাই,
তার উপরে সাত আসমান
আল্লাহ জানেন ভাই।
চাঁদ সুরুজ গ্রহ রাজি
ঘুরছে সবি অবিরত,
আসছে আলো,বইছে বাতাস
চালাই জীবন যে যার মত।
এমনি করে জীবন মরন
কেউবা বলে প্রকৃতি,
আল্লাহ তায়ালা শিল্পী মহান
ইসলাম দেয় সে স্বীকৃতি।
কেউবা আবার বিদ্যাবলে
মানছেনা সে ধার্মিকতা,
“করোনা “আজ বুঝিয়ে দিলো
অসার তোমার দাম্ভিকতা।

বনশ্রী পাখি

পাখির পালকের মতো
ঝরে যেতে হবে
পৃথিবীতে পরমায়ু যতহোক
চোখের পলকের মতো
নিঃসারে ঝরে পড়ে
মরে যেতে হবে সবাইকে
এমনি নিয়ম
অনন্তর বনশ্রী পাখির মতো
দূলে উঠে মরে যেতে হবে
পৃথিবীর বিছানায়।
তখন কেমন আকাশ
কেমন বাতাস
কেমন নীল
তখন কেমন রৌদ্রময় পথ,
মাঠ আর ঘাট
একদিন, তুমিও চোখ তুলে
পথের বাঁকে দেখে নিবে
আমি নেই, বনশ্রী পাখির মতো
আমার নিঃশ্বাস
তোমার চোখের পাতায়,
খুঁজে পাবে না আমায়
কোনো পূর্ণিমায় অমাবস্যায়।

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge