আহ্বান
আসাদ বিপুল
সত্য সুন্দর ন্যায়ের কাছে
এসো নত হই,
অন্যায়ের পথ ভুলে গিয়ে
সঠিক পথে রই।
মানুষ আমরা সৃষ্টির সেরা
আশরাফুল মাখলুকাত,
কর্ম দোষে বিপদ এলে
ভাগ্যেকে দেই অভিসম্পাত।
আল্লাহ নবীর পথে চললে
জীবন হবে সুন্দর,
নামজ রোজা হজ্জ যাকাত
পরিস্কার করে অন্তর ।
দোয়া দরুদ কালিমা পাঠে
হৃদয়ে পাবে শক্তি,
সকল বিপদ দূরে যাবে
প্রভুতে বাড়বে ভক্তি ।
কোরআন পাঠে বাড়ায় জ্ঞান
হয় যে আত্মশুদ্ধি,
মুসলিম সবে প্রভুর তরে
বিলাই যেন শুভবুদ্ধি ।
Leave a Reply