আমার গ্রামই আমার জন্য ভালো
খলিল ইমতিয়াজ
গ্রামকে আমি ভীষণ ভালবাসি
আমার গ্রামটা তাইতো আমায় টানে
গ্রামের ছবির অযুত ভাললাগা
চাঁদের আলোয় ভাবায় কী সব মানে!
আমার গ্রামের নাম হলো রামদেব
শিশুকালের পরাগরেণু মাখা
যেথায় থাকি যত সুখেই থাকি
গ্রামই আমার হলুদ টিয়ার পাখা।
এমন করে আকুল হলে প্রাণ
ভেবে ভেবে মন চলে যায় একা
শুকনি বিলের ধান বিছানো আ’লে
ধুসর ধুলোয় কিশোর বেলার দেখা।
বিজনপুরে দূর শহরে থাকি
দূরে আমায় যতই ডাকুক আলো
আমিই বুঝি বুকের হাঁপর মেপে
আমার গ্রামই আমার জন্য ভালো।
Leave a Reply