শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০৬:২৬ অপরাহ্ন

বাঁচুক নিরাপদে-অভিজিৎ দাশ

বাঁচুক নিরাপদে-অভিজিৎ দাশ

বাঁচুক নিরাপদে
অভিজিৎ দাশ

কাকের বাসায় কোকিল ছানা
কোকিল গাছের ডালে ,
মাকড়সারা গাছের ফাঁকে—
ভরায় শুধু জালে।

আকাশ জুড়ে মেঘ এল যেই
ময়ূর পেখম তোলে।
আনন্দে তাই বানরগুলি
গাছে বসে দোলে।

বনবাদাড়ে পাখির কূজন ,
মধুর কলতানে ,
মনটা কখন ভরে ওঠে
প্রকৃতির এই দানে।

ঠিক তখনই শিয়াল ডাকে
বিড়াল বলে ম্যা—ও
বাঘটা কোথায় গর্জে ওঠে ,
‘ এবার তফাৎ যা—ও ’ ।

বনের প্রাণী থাকবে বনে
মানুষ জনপদে।
কেউ করো না বন্দি ওদের
বাঁচুক নিরাপদে।

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge