হে মহান, হে সর্বশক্তিমান
হাই হাফিজ
কিছু নেই, কেউ নেই তুমি ছাড়া হে মহান,
হে প্রভু, সারাক্ষণ সবখানে তুমিই সর্বশক্তিমান।
আদি অন্ত সবি তুমি, সবার ঠিকানা,
অন্ধকারে আলো তুমি, তুমিই প্রেরণা।
বিপদের আশা তুমি,
সবার ভরসা তুমি,
রোদ বৃষ্টি আলো ছায়া তোমারি তো দান।
হে মহান।
কাঁদে হিয়া কাঁদে আঁখি, আতঙ্ক অজানা,
সময়ের সিঁড়ি কাঁপে, কাঁপছে সীমানা!
আকাশে জমিনে তুমি,
সাগর ও মরুভূমি
বিরাজিত সবখানে, তুমি শক্তি, তুমি প্রাণ।
হে মহান।
যে বলে- ‘সকল ক্ষমতার উৎস মানুষ’
জ্ঞানপাপী! নরাধম! সে তো স্বার্থান্ধ, বেহুঁস!
সে ও আজ বুঝে গেছে,
কী ক্ষমতা কার আছে!
মহাবিশ্ব চরাচরে তুমি চির মহীয়ান।
হে মহান।
কঠিন দুর্দিনে প্রভু তোমারি দরবারে,
করজোরে ফরিয়াদ, দাও ক্ষমা করে।
অগণিত অপরাধ!
তবুও বাঁচার সাধ।
দয়ার সাগর তুমি, রাহীম রাহমান।
হে মহান।
Leave a Reply