মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০২:০১ পূর্বাহ্ন

মেঘ ও মিতালী-নুরুল হাসান বাবু

মেঘ ও মিতালী-নুরুল হাসান বাবু

মেঘ ও মিতালী
নুরুল হাসান বাবু

শুভ্র মেঘের সাথে সন্ধি ছিল
দাবদাহে শীতল ছায়ার বিমোহিত স্বপ্নের ,
শরতের আকাশে সূর্যের আড়ালে
কাশবনে আলো-ছায়ার লুকোচুরি কিংবা
আমার ছোট্র টিনের চালে টাপুর-টুপুর ছন্দে মন রাঙাতে
বৃষ্টি মিতালীর ।
শুভ্র মেঘ
সেই সে শরতেই অঙ্গীকারে নিশ্চুপ করেছে সন্ধিবিচ্ছেদ !
এখন চৈত্রের দাপুটে আকাশ,
তুলতুলে মেঘ আজ ঘন কালোতে পুন্জিভূত
তপ্ত বায়ু আর বাদলের সাথে গড়েছে মিতালী
কঠিন লঘুচাপে
আমাকেই লন্ডভন্ড করেছে ঘূর্ণিঝড়ে-

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge