ফুল হয়ে যাই
মালিপাখি
ঝরনা পাতায় রঙের বাড়ি,
দু একটা রঙ তাই কুড়ালাম।
কেউ বা শালিক, কেউ বা ফিঙে
এই নিয়ে এক রূপকথা গ্রাম।
পাহাড় ছুঁয়ে শীতল হাওয়ায়
কোলাজ আঁকে নীল দুটি চোখ।
পাতায় পাতায় পথের মিছিল-
কেউ বা দোয়েল, কেউ বা চাতক।
ঢেউ বয়ে যায় ঘাসের ডগায়-
নাম লেখে এক ফুল ঘোড়া তার।
বাউরি বাতাস আপন মনে
সুর বুনে যায় চুমকি পাতার।
মেঘনা মেঘের হাতছানিতে
অনুভূতির বীজ ওড়ে তাই
অলীক ভূবন কেবল ভাবে
মাঠ পেরিয়ে ফুল হয়ে যাই।
Leave a Reply