ডা. ফেরদৌস রহমান পলাশ এর ২টি কবিতা
সৃষ্টিকর্তা
কতটুকু পথ পাড়ি দিলে হে পৃথিবী?
বুড়িয়ে গেছ?
কমে গেছে শক্তি।জাঁকিয়ে বসেছে রোগ
হাঁপানী রুগীর মতো বুকে সাঁইসাঁই শব্দ।
কে বাঁচাবে তোমারে?
কেন? যে সৃষ্টি করলো এ ধরণী।
ঝরাপাতা
এখনো কি তেমনি আছে
লুটিয়ে যারা থাকতো পড়ে
তোমার ঐ পায়ের কাছে।
রাস্তা দিয়ে হাঁটতে যখন
মাড়িয়ে যেতে নরম পায়ে
বলতো কথা তোমার সাথে।
Leave a Reply