কষ্টহীন মানুষ
নূর-ই-হাসিন দিশা
অামার এমন কেউ নেই যাকে বলা যায় সব।
যাকে অামি নির্ভয়ে জানাতে পারি কষ্ট।
অামার তেমন কেউ নেই প্রশ্ন করার-
যে বলবে, কী কষ্টের পাহাড় গড়েছো বুকে?
তেমন করে কেউ অামার হলোনা-
যাকে নিয়ে পাহাড় ডিঙ্গাবো, সমুদ্র পেরুবো।
অামার কেউ নেই যাকে দিয়ে দেবো
হতাশাঘেরা বিষন্ন প্রহর।
কেউ নেই এমন, যে অামার ভুলগুলো শুধরে দেবে।
অামার এমন একজন চাই, যে অামার কষ্টভাগী হবে,
অামার তেমন কেউ হলোনা, যাকে অামি দিতে পারি দুঃখের ঝুলি।
অামার কষ্ট বয়ে বেড়াতে বেড়াতে যে বলবে-
কেনো কষ্ট লুকিয়েছিলে?
অামার কেউ এমন নেই কিংবা হলোনা-
যে অামার সাথে পাহাড়ের চূড়ায় উঠে বলবে-
এসো, ফেলে দেই সব কষ্টের ভারী বোঝা যতো।
তারপর: সমুদ্রে অবগাহন করে হবো কষ্টহীন মানুষ।
Leave a Reply